‘আবদুল হামিদের জন্য আমার পরিবারকে বিবেচনা করা ভুল সিদ্ধান্ত’
সাম্প্রতিক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ‘বিশেষ প্রতিবেদন’ সম্পর্কে প্রতিবাদ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. কর্নেল (অব.) জেহাদ খান। তিনি বলেছেন, পারিবারিকভাবে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আমাদের আত্মীয় হলেও আমার পরিবার এবং আত্মীয়-স্বজনদের মধ্যে অধিকাংশই জামায়াত সমর্থক। শুধু ব্যক্তি আবদুল হামিদের জন্য আমার পরিবারকে বিবেচনা করা ভুল সিদ্ধান্ত। সোমবার গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।