
২৪-এর ডামি নির্বাচনের ডিসিরা রেড জোনে
প্রশাসনে চলতি মাসে যুগ্মসচিব পদে পদোন্নতির জোর সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) কার্যক্রম শেষ। দু’এক দিনের মধ্যে এ সংক্রান্ত সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হতে পারে। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং বিতর্কমুক্ত পদোন্নতি দিতে সতর্ক পদক্ষেপ নিচ্ছে বলে দাবি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের। এরপরও ফ্যাসিবাদ সময়ের জেলা প্রশাসক (ডিসি), মন্ত্রী-প্রতিমন্ত্রী ও প্রভাবশালী উপদেষ্টাদের একান্ত সচিবরা (পিএস) যুগ্ম সচিব হওয়ার জন্য মরিয়া হয়ে তদবির করছেন বলে অভিযোগ উঠেছে।