কৃষকের ঘাম আর ভোক্তার পকেট— দুটোই লুটছে সিন্ডিকেট
রাজধানীর বিভিন্ন বাজারে সব ধরনের শীতের সবজিতে ভরপুর। শিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শালগমের সঙ্গে টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, পালং শাক, লাউ, মুলা সবই রয়েছে। তবে এসব সবজির দামে সন্তুষ্ট হতে পারছেন না ক্রেতারা। দাম এখনো নাগালে বাহিরে। কৃষক তার ন্যায্য দা