
রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি থেকে রক্ষা পায়নি রাশিয়াও। দায়িত্ব নেওয়ার পরপরই পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তবে সাম্প্রতিক হোয়াইট হাউজকাণ্ডে জেলেনস্কির সঙ্গে সম্পর্কে বৈরীভাব দেখা দিয়েছে ট্রাম্পের। এ অবস্থায় ‘বন্ধুত্ব’ জোরদারে এবার রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যেই এ বিষয়ে একটি খসড়া তালিকা তৈরির জন্য পররাষ্ট্র দপ্তর এবং রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ। ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক পুনরায় চালু এবং ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে একজন মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন আরেক ব্যক্তি জানিয়েছেন। খবর রয়টার্সের।