
ভারতের ফুটবল টুর্নামেন্টে মুসলিম ফুটবলারদের খেলতে নিষেধাজ্ঞা
সমালোচনার শুরু লিফলেট প্রকাশের পর থেকেই। ভারতের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কালীমাতা সংঘ নামে একটি ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে অংশ নেওয়ার নিয়মাবলীতে ক্লাবটি শর্ত জুড়ে দিয়েছে, ‘কোনো মুসলিম খেলোয়াড় খেলায় অংশ নিতে পারবে না।’ সেটি নিয়েই আলোচনা, বিস্তর সমালোচনাও।