ধানের শীষ না পেলেও হতাশ নন অভির অনুসারীরা, হবেন স্বতন্ত্র প্রার্থী
নব্বইয়ের দশকে দেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত নাম গোলাম ফারুক অভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। সেই সময় অভি-নীরু (ছাত্রদলের তৎকালীন যুগ্ম আহ্বায়ক সানাউল হক নীরু) ছিল ছাত্র রাজনীতির আইকন।