কাফনের কাপড় পরে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী নন-এমপিও সংগঠনের মোর্চা ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ ওই অবস্থান কর্মসূচি শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক শত শিক্ষক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।