
জনকণ্ঠ দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, যা বললেন সাংবাদিক নেতারা
কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশের অন্যতম শীর্ষ দৈনিক জনকণ্ঠকে দখলে নিয়েছেন বলে সম্প্রতি একটি অডিও রেকর্ডে দাবি করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান। একইসঙ্গে পত্রিকাটির অফিসিয়াল ফেসবুক পেজের টেমপ্লেট কালো করার কোনোরকম নির্দেশনা দেননি, বরং লাল করার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। তবে এসব দাবির পুরোটাই ভিত্তিহীন বলে জানিয়েছেন পত্রিকাটির সাংবাদিক ও কর্মচারীরা।