
‘বাংলাদেশি’ বলায় চটেছে কলকাতার বাঙালিরা, ফুটবলের মাঠে হলো প্রতিবাদ
ডুরান্ড কাপের ম্যাচে নামধারী এফসির বিপক্ষে খেলার মাঠে ছিল ফুটবল, কিন্তু গ্যালারিতে ছিল ভাষা ও পরিচয়ের পক্ষে প্রতিবাদ। বাংলা ভাষায় কথা বলায় ‘বাংলাদেশি’ বলার কারণে বুধবার কলকাতার দল ইস্ট বেঙ্গলের বাঙালি সমর্থকরা গ্যালারিতে বিশাল এক প্রতিবাদী টিফো উন্মোচন করেন।