লালপুরে ডায়রিয়ার প্রকোপ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক রোগী
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিনে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শতাধিক রোগী। যাদের বেশিরভাগ পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের (ইপিজেড) শ্রমিক। হাসপাতালে পর্যাপ্ত সরকারি ওষুধ না থাকায় রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা।