-68a0ba2c10c43.jpg)
হাসিনাকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি: সাইফুল হক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এত বড় অভ্যুত্থান পৃথিবীর আর কোনো দেশে নজর নেই। ঘর থেকে বাইরে দেশে এদেশের বৃদ্ধ মা-বাবারা রাস্তায় নেমে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। মানুষগুলো জীবন দিতে রাস্তায় এসেছে। তাদের পরাজিত করার শক্তি কারো নেই। হাসিনার ১৬ বছরের জুলুমের বিরুদ্ধে লড়েছি। সব শেষ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি।