ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটক
অবৈধভাবে ইরানে প্রবেশের সময় পাক-ইরান সীমান্ত থেকে ৩৩ বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ও সীমান্তরক্ষী বাহিনী (এফসি)। বুধবার বেলুচিস্তানের চাগাই জেলার তাফতান সংলগ্ন মাশকেল এলাকায় যৌথ অভিযান চালানোর সময় তাদের আটক করা হয়। খবর সামা টিভির।