
অরুন্ধতী রায়সহ ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করল জম্মু-কাশ্মীর সরকার
কাশ্মীর বিষয়ে ‘বিচ্ছিন্নতাবাদ প্রচারের’ অভিযোগ তুলে জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তর এক আদেশে ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করেছে। এসব বইয়ের লেখকদের মধ্যে রয়েছেন বিশিষ্ট লেখক ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়, সংবিধান বিশেষজ্ঞ এজি নূরানি, আন্তর্জাতিক গবেষক হাফসা কানজোয়াল, সাংবাদিক অনুরাধা বাসিন, ইতিহাসবিদ সুমন্ত্র বোসসহ অনেকে।