জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থানে। এ অবস্থায় সনদ বাস্তবায়ন ঘিরে নতুন সংকট তৈরি হয়েছে। আলোচনা করে সরকারকে পরামর্শ দিতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দেওয়া হয়েছিল, তাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।