
দাবি আদায়ে অনড় কর ও কাস্টমস ক্যাডার, বিকালে জরুরি সভা
এনবিআর ভেঙে সৃষ্টি হতে যাওয়া দুই বিভাগের দুইটি সিনিয়র সচিবের পদ ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে কর ও কাস্টমস ক্যাডারের প্রাপ্য। এজন্য লাইনপোস্টের শীর্ষ পদ হিসেবে পদ দুইটি সংরক্ষণ করার দাবিতে কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের দুইটি অ্যাসোসিয়েশন অনড় রয়েছে। ইতোমধ্যে বিসিএস কাস্টমস ক্যাডার অ্যাসোসিয়েশন জরুরি সাধারণ সভা করেছে। আজ শনিবার বিকালে এনবিআর ভবনে বিসিএস কর ক্যাডার অ্যাসোসিয়েশনের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হবে।