সাংস্কৃতিক ঐতিহ্য ও ভবিষ্যতের মেলবন্ধনে দুবাইয়ে ‘দ্য সিম্ফনি’
দুবাইয়ের মেইদানে গড়ে উঠছে নতুন আইকনিক ভবন ‘দ্য সিম্ফনি’। প্রকল্পটির নকশায় ব্যবহার করা হয়েছে আধুনিকতার ছোঁয়ায় আরব আমিরাতের ঐতিহ্যবাহী সাদু বুনন ও তালি সূচিকর্মের জ্যামিতিক উপস্থাপন। এসব উপাদানকে সমসাময়িক স্থাপত্যে রূপ দিয়েছে বৈশ্বিক নকশাকার প্রতিষ্ঠান