
ভূমিকম্পের রেশ না কাটতেই বিদ্রোহীদের ওপর হামলা চালাল মিয়ানমারের জান্তা
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের রেশ এখনও কাটেনি। চলছে উদ্ধার কাজ। ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটিতে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার ৭০০। এ প্রাকৃতিক দুর্যোগের রেশ না কাটতেই বিদ্রোহীদের ওপর হামলা চালাল দেশটির জান্তা বাহিনী। বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে তারা। খবর বিবিসির।