
সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর সোয়া ১২ হাজার ইয়াবাসহ আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাঁর বাড়ি তল্লাশি করে ১২ হাজার ২৭৪টি ইয়াবা উদ্ধার করা হয়। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে বাড়ি থেকে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা।