শাহজালাল বিমানবন্দরের পাশে আয়নাঘর আবিষ্কার, গোপন করার জন্য তোলা হয়েছিল নতুন দেয়াল
রাজনৈতিকভাবে ভিন্নমত একেবারে সহ্যই করতে পারতেন না স্বৈরাচার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকার - এ কথা সবারই জানা। সাবেক বন্দি, বিরোধী মতাবলম্বী এবং তদন্ত কর্মকর্তারা বলেছেন, হাসিনার সমালোচনা করলে কোনো ধরনের চিহ্ন ছাড়াই ‘উধাও’ হয়ে যাওয়ার শঙ্কা থাকত।