
‘রাশেদ আপনার হাত খালি আছে, লাশগুলো ঢেকে দেন’
হঠাৎ গুলির শব্দে ভেঙে গেল বিকালের নিস্তব্ধতা। মুহূর্তেই আতঙ্কে ভারী হয়ে উঠল থানা ভবনের বাতাস। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখি মানুষজনের চিৎকার আর ছোটাছুটি। অনিরাপদ ভেবে নিজেও নিচে নেমে আসি। ঠিক তখনই একটি ভ্যানে দেখি লাশের স্তূপ। এমন সময় ঊর্ধ্বতন কর্মকর্তার কণ্ঠ ভেসে এলো— ‘রাশেদ আপনার হাত খালি আছে, লাশগুলো ঢেকে দেন।’