
সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপু মনির ‘ঘনিষ্ঠ সহচর’ আটক
মেয়াদোত্তীর্ণ ও বাতিল হওয়া পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। আটক ছগীর আহমেদ চাঁদপুরের মতলব উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মতলব উত্তর থানার নিশ্চিতপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে। বুধবার সচিবালয়ের দায়িত্বে থাকা উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ বিল্লাল হোসেন এ তথ্য জানান।