
বাভুমার দিকে তেড়ে গেলেন বাবররা, সমালোচনার মুখে পাক ক্রিকেট
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন এক বিতর্কে জড়িয়ে পড়লেন পাকিস্তানের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে দুইবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিবাদে জড়ালেন তারা। এই দুই ঘটনার প্রথমটিতে জড়িয়েছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি, পরের ঘটনায় পুরো দলই জড়িয়ে পড়েছিল। যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে ক্রিকেট বিশ্বে।