গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে রয়েছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুর্নীতিবাজদের হাত থেকে জনগণকে মুক্ত করতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও জাতীয় নাগরিক পার্টি সবসময় রাজপথে আছে, রাজপথে থাকবে। আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি। এসব জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ; কিন্তু গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে রয়েছে।