‘মব’ নয়, এটা ‘প্রেশার গ্রুপ’: প্রেস সচিব
‘মব ভায়োলেন্স’ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বলা হচ্ছে মব তৈরি হচ্ছে- আমি এটাকে মব বলছি না, বলছি প্রেশার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে।’ তবে তিনি এটাও বলেছেন- এই মন্তব্য তার ব্যক্তিগত, সরকারের নয়।