আ.লীগ নিষিদ্ধ না করলে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না: এনসিপি
আওয়ামী লীগের বিচার, রাজনীতি নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপির গুলশান জোনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। শুক্রবার বিকাল সোয়া ৫টায় উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মেরুল বাড্ডায় গিয়ে থামে। তখন বাড্ডা, ভাটারা এবং বসুন্ধরা থেকে দলে দলে মিছিল এসে তাদের সঙ্গে যুক্ত হয়। মিছিলটি মেরুল বাড্ডায় পৌঁছালে রামপুরা থেকে একটি মিছিল এসে তাদের সঙ্গে যুক্ত হয়ে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভ মিছিলটি শেষ করে।