
জুলাইয়ের শুরুতেই পিকেকে’র অস্ত্র সমর্পণ প্রক্রিয়া শুরু
ইরাকি কুর্দিস্তানের সুলায়মানিয়ায় জুলাইয়ের শুরুতে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) যোদ্ধারা তাদের অস্ত্র সমর্পণ শুরু করবে বলে সোমবার কুর্দি গণমাধ্যম রুডাও এক প্রতিবেদনে জানিয়েছে।