
গাজায় ৮ দিনে ১০২ ক্ষুধার্তকে হত্যা
যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল। এবার সহিংসতা ঘটছে কিছুটা ভিন্ন উপায়ে। সাহায়তার নামে জড়ো করে ফিলিস্তিনিদের ওপর চালানো হচ্ছে এলোপাতাড়ি গুলি। খাদ্যের আশায় লাইনে দাঁড়ানো কিংবা এক মুঠো আটা বা তেল সংগ্রহের চেষ্টা—এ সাধারণ মানবিক প্রয়াসেই এখন লাশ হতে হচ্ছে ফিলিস্তিনিদের।