
ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণ উৎসব
সোনালী কাবিনের কবি খ্যাত আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ তিন দিনব্যাপী স্মরণ উৎসবের আয়োজন করেছে। পৌর শহরের মৌরাইল কবরস্থানে কবি আল মাহমুদের কবর শনিবার সকালে জিয়ারত ও দোয়ার মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। এ দোয়া অনুষ্ঠানে কবি পরিবারের সদস্য, ভক্ত কবি-সাহিত্যিক ও কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন অংশ নেয়। তিন দিনব্যাপী চলবে স্মৃতি পরিষদের স্মরণ উৎসব। আগামী সোমবার শেষ হবে।