Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

Speaking at BNP’s extended meeting, Secretary General Mirza Fakhrul Islam Alamgir declared, “We have defeated fascism. We have ousted Sheikh Hasina.” He accused certain groups of conspiring against the democratic transformation envisioned by BNP’s founder, Ziaur Rahman. Fakhrul lamented that despite public hopes for democracy, clear directions remain elusive. He also criticized attempts to rename historical institutions and reiterated BNP’s sacrifices for a liberal democratic Bangladesh.

Card image

News Source

Jugantor 27 Feb 25

ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে স্বপ্ন একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার, সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছেন। বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। দেশের অভ্যন্তর থেকেও কিছু কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.