
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ ঘর পুড়ে ছাই
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রম্মোত্তর পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ পরিবারের ৩০টি ঘর পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে দশটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর ঘর পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।