জামায়াতের করুণা নিয়ে আবদুল হামিদরা এখনো বেঁচে আছে: ফজলুর রহমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, বছরের পর বছর দেশে আসতে পারিনি। আবদুল হামিদ আমাকে দেশে আসতে দেয়নি। আমার মা-বাবার কবরে গিয়েও মোনাজাত পড়তে দেয়নি। ঈদের দিনও আমি দেশে আসতে পারিনি। আমাকে নির্বাসনে রাখছে আবদুল হামিদ। মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আমাকে জেলখানায় রাখছে। আর আজকে আমি কোথায়, আর আবদুল হামিদ কোথায়? একটু বিচার করেন তো আপনারা। আল্লাহ কার পক্ষে আপনারা দেখেন।