
রাষ্ট্রের শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি দেখতে চাই: জেলা প্রশাসক ফরিদা খানম
ব্যবসায়ীদের ওপর বেজায় চটেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। বাজারে ভোজ্য তেলের সংকট থেকে যাওয়া ও সরবরাহ বৃদ্ধি না পাওয়া নিয়ে ক্ষুব্ধ এ সরকারি কর্মকর্তা। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে চার দফা বৈঠক করেও ফল শূন্য হওয়ায় ক্ষুব্ধ জেলা প্রশাসক। বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে ফরিদা খানম বলেছেন, ‘এবার আমি দেখতে চাই রাষ্ট্রের শক্তি বেশি না ব্যবসায়ীদের শক্তি। তেলের সাপ্লাই (সরবরাহ) যদি পর্যাপ্ত না হয় তবে গুদামে গুদামে অভিযান চালানো হবে।