এবারও এতিমের হকে সিন্ডিকেটের থাবা
কুরবানির পশুর চামড়ার টাকা এতিম ও দুস্থদের মধ্যে দান করা হয়। চামড়া বিক্রির অর্থ এতিমের হক বলেই সবাই জানেন। কিন্তু সেই হকের ওপর এবারও বাদ পড়েনি সিন্ডিকেটের থাবা। পরিকল্পিতভাবে সারা দেশে চামড়ার বাজারে ধস নামিয়েছে সিন্ডিকেট। এতে কুরবানিদাতা, মৌসুমি ব্যবসায়ীসহ অনেকে প্রকৃত মূল্য পাননি চামড়ার। পানির দর হাঁকায় বিক্রির পরিবর্তে ক্ষোভে চামড়া রাস্তায় ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। অনেকে বাধ্য হয়ে কম মূল্যে বিক্রি করেছেন।