-681c3d550ed87.jpg)
অপারেশন সিঁদুরের বিরোধিতা করে যা বললেন কবীর সুমন
পহেলগাঁওকাণ্ডের পর শুরু হয়েছে অপারেশন সিঁদুর। গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনারা। আসমুদ্র হিমাচল ভাসছে দেশের সেনাবাহিনীর প্রশংসায়। বিনোদন জগতের বলিউড, টালিউডসহ দক্ষিণ ইন্ডাস্ট্রির একাধিক তারকা এই এয়ার স্ট্রাইকের প্রশংসায় সরব হয়েছেন। কিন্তু এদিন একেবারেই অন্য সুর শোনা গেল সংগীতজগতের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমনের গলায়।