
আবু সাঈদ হত্যাকাণ্ড: বিচারের আওতায় আসেনি অপরাধীরা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এ সিদ্ধান্তের ৪ মাস পেরিয়ে গেলেও এখনো জড়িতদের কোনো শাস্তির আওতায় আনা হয়নি। আবাসিক হলের সন্ত্রাসীদের কক্ষে অস্ত্র পাওয়া গেলেও তাদের নামে আজও মামলা করা হয়নি। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।