
চট্টগ্রামে সড়ক অবরোধের ঘটনায় দুই মামলায় ২২ নেতা কারাগারে
ইমাম রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি থেকে আটক আহলে সুন্নাত ও ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। নগরীর পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলায় ২২ নেতাকর্মীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।