
মাহমুদউল্লাহর অ্যাডিলেডের কীর্তি মনে পড়ছে মাশরাফির
বিশ্বকাপে তখনও সেঞ্চুরির দেখা পায়নি কোনো বাংলাদেশি। সেই বৃত্ত ২০১৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে ভেঙে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইংলিশদের হারিয়ে ইতিহাসও গড়ে বসে বাংলাদেশ। লাল-সবুজের বহু স্মৃতিতে এরপর জুড়ে গেছেন মাহমুদউল্লাহ। তবে সেই দিনটিকেই মনে পড়ছে মাশরাফি বিন মর্তুজার।