
মানুষের দোয়ার কারণে গুম থেকে ফেরত এসেছি: হুম্মাম কাদের
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ২০১৬ সালে সাত মাসের জন্য গুম ছিলাম। অনেকেই ভেবেছিল ভালো লাইনঘাট করে বের হয়েছি; কিন্তু দেশের ইতিহাসে এমন নজির নেই। মানুষের দোয়ার কারণে আমি বেঁচে ফিরেছি। রাঙ্গুনিয়ার মানুষ আমার বাবার জন্য লড়াই করেছিলেন। আমি এই ঋণ শোধ করতে মাঠে নেমেছি। আমার ভোট নয়, দোয়া দরকার।