Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

US Vice President JD Vance has claimed that Iran relocated 408.6 kilograms of uranium—enough to build at least 10 nuclear bombs—before recent American airstrikes. Labeling the strikes on three Iranian nuclear sites as futile, Vance stated that the uranium had already been removed. Prior intelligence from Mossad on June 21 warned that Iran could develop a nuclear bomb within two weeks. Satellite imagery taken before the early Saturday strikes showed 16 trucks outside the Fordow nuclear facility, which is built inside a mountain and considered vulnerable to missile attacks.

Card image

News Source

Jugantor 26 Jun 25

১০টি পারমাণবিক বোমার রসদ সরিয়ে ফেলেছে ইরান

‘ফাঁকা মাঠে গোল’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিসৌরির হোয়াটম্যান ঘাঁটি থেকে টানা ১৮ ঘণ্টা উড়ে এসে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা নিছক ‘পণ্ডশ্রম’। ১২৫ বিমানের লম্বা বহর নিয়ে বি-২ স্টিলথ বোমারু বিমানের হামলা শুধুই ‘লোক দেখানো’। তার আগেই ইউরেনিয়াম উধাও। এক-দুইশ কেজি নয়-৪০৮.৬ কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যা দিয়ে অন্তত ১০টি পারমাণবিক বোমা বানানো যায়। সোমবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ তোলেন ভ্যান্স। এর আগে অবশ্য ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছিল (২১ জুন), আগামী ২ সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে ইরান। ইকোনমিক টাইমস। শনিবার ভোর রাতে মার্কিন হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতেও সে প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। ছবিতে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের বাইরে ১৬টি ট্রাকের সারি দেখা গেছে যা পাহাড়ের ভেতর নির্মিত এবং বেশির ভাগ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অরক্ষিত বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে ইরানের পারমাণবিক স্থাপনার হামলার সফলতা নিয়েও। যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা প্রতিবেদন বলছে, হামলায় পারমাণবিক স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এনডিটিভি। নিউইয়র্ক টাইমস।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.