-67dfba5ce6eb5-68133b790c3df.jpg)
নাহিদ কি আ.লীগ নিষিদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন, প্রশ্ন রাশেদের
উপদেষ্টা পরিষদে থাকাবস্থায় জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধে নাহিদসহ বর্তমান উপদেষ্টা পরিষদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।