মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক যে আলোচনার হয়েছে তা দেশের ভালো কিছু নিয়ে আসবে: পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক যে আলোচনার হয়েছে তা আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার। আমরা সবাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি। তাদের পাশে রয়েছি। যাতে অন্তর্বর্তীকালীন সরকার কোনো মতেই ব্যর্থ না হয়।