
ট্রাম্পের ট্রান্সজেন্ডারবিরোধী পাসপোর্ট নীতিকে স্থগিত করল আদালত
ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি (লিঙ্গ নির্দিষ্ট নয়) মার্কিনদের পাসপোর্ট দেওয়া বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের নীতিকে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। এ নীতিটি সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে বলে ধারণা আদালতের।