বাংলাদেশ যেন পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র না হয়: এবি পার্টি
মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ দেওয়ার বিষয়ে সতর্ক করে আমার বাংলাদেশ (এবি) পার্টি বলেছে, বাংলাদেশ যেন কোনো পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়। তবে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে ‘চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডর’ বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন।