‘দীর্ঘ প্রায় পাঁচ বছর আইনি লড়াইয়ের পর গতকাল রায় পেয়েছি, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি: ইশরাক
ইশরাক হোসেনকে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে রায় দিয়েছে আদালত। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছে নানা আলোচনা। এবার যার জাবাব দিয়েছেন ইশরাক। তিনি জানান, ভোটে হারেননি তিনি , তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। যে কারণে ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের পরই আইন মেনে তিনি মামলা করেছিলেন। দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ের পর তিনি এখন ন্যায়বিচার পেয়েছেন।