বন বাঁচাতে অ্যামাজনে আদিবাসী টহল
পেরুর উকায়ালি অঞ্চলের গভীর অ্যামাজন অরণ্যে নিজেদের পূর্বপুরুষের ভূমি পাহারা দিচ্ছে কাকাতাইবো আদিবাসী গার্ডের সদস্যরা। কারও হাতে বর্শা-ধারালো ছুরি। কারও কাছে ঐতিহ্যবাহী তীর-ধনুক। একজন আবার বহন করছেন বহু পুরনো একটি শটগান। ঘন জঙ্গল পেরিয়ে, নদী অতিক্রম ক