ছাত্রলীগের মিছিলের পর বদলি ওসি, হাইওয়ের ওসি বহাল
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার (৭ জুলাই) কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। একই আদেশে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেলিমকে সদর দক্ষিণ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।