
পলাতক ফ্যাসিস্টদের এখনো অনুশোচনা নেই: রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ বুধবার দেশের সব জেলা ও মহানগরে বিজয় র্যালি করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীতেও এই কর্মসূচি পালন করা হবে। বেলা ২টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হবে। এতে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।