
পোল্যান্ডে সাড়ে ৫ হাজার বছরের প্রাচীন দুই ‘পিরামিড’ উন্মোচিত
পোল্যান্ডে প্রত্নতাত্ত্বিকরা ৫,৫০০ বছরেরও বেশি পুরনো দুইটি বিশাল প্রাগৈতিহাসিক কাঠামো উন্মোচন করেছেন, যেগুলোকে ‘পোলিশ পিরামিড’ বলা হচ্ছে। ভিয়েলকোপোলস্কা অঞ্চলের উইসকক গ্রামের জেনারেল ডেজিডারি চালাপোভস্কি ল্যান্ডস্কেপ পার্কে এই নেউলিথিক সমাধি আবিষ্কৃত হয়। ভিয়েলকোপোলস্কা ভয়েভোডশিপের ল্যান্ডস্কেপ পার্ক কমপ্লেক্স তাদের ফেসবুকে এই আবিষ্কারের ঘোষণা দেয়।