ধ্বংসের ওপর কোনো সভ্যতার ভিত্তি গড়ে ওঠে না
৬ ডিসেম্বর—দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক এমন দিন, যার ছায়া সময়ের স্রোতে মিলিয়ে যায় না। ১৯৯২ সালে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংস কোনো স্থাপনার পতন ছিল না; এটি ছিল বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, নাগরিকতা ও রাষ্ট্রনৈতিক স্থিতির ওপর প্রত্যক্ষ আঘাত। দক্ষিণ এ