
মারাদোনার মৃত্যুর ৪ বছর পর চিকিৎসায় অবহেলার বিচার শুরু
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মৃত্যুর চার বছর পর তার চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আগামী সপ্তাহে বিচার শুরু হতে যাচ্ছে। বুয়েনস আইরেসের শহরতলি সান ইসিদ্রোতে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিচারপ্রক্রিয়া চার মাস ধরে চলবে, যেখানে মারাদোনার পরিবারের সদস্যসহ একশোরও বেশি সাক্ষী সাক্ষ্য দেবেন। অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তারা আট থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।